আবারও ভয়াবহ চুরি শিলিগুড়িতে, কাপড়ের দোকানে লক্ষধিক টাকার কাপড় চুরি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা
শিলিগুড়ি : শিলিগুড়ি খালপাড়ার একটি কাপড়ের দোকানে লক্ষধিক টাকার কাপড় চুরি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এদিন সকালে দোকানের মালিক দোকান খুলে দেখেন দোকানের অনেক অংশ খালি হয়ে আছে। তিনি দেখেন দোকান থেকে শাড়ি নেই, তিনি সঙ্গে সঙ্গে খবর দেয় তার বাড়ির লোকেদের। এবং তার অফিস স্টাফ দের। তারা এসে গোটা ঘটনাটি বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে পুলিশ কে খবর দেওয়া হয়, পুলিশ এসে এদিন ঘটনার তদন্ত শুরু করে। গোটা ঘটনা তদন্ত করে এদিন পরিস্থিতিও খতিয়ে দেখে পুলিশ। কিভাবে চুরি হয়ে গেল সেটাও ভেবেও এদিন অবাকও হয় সকলে। একের পর এক চুরি একেবারে অস্বস্তিতে ফেলেছে শিলিগুড়ি পুলিশকে। তদন্ত করেও সমাধান করতে না পাড়ায় পুলিশ এর সমালোচনা করছেন স্থানীয় মানুষ।
