“নেপাল হিন্দু রাষ্ট্র ছিলই, বামপন্থীরা এসেই তা ধ্বংস করেছে” তুমুল বিতর্ক শুরু হল মনীষা কৈরালার মন্তব্যকে ঘিরে
নিজস্ব সংবাদদাতা : নেপালের সাম্প্রতিক ছাত্র-যুব আন্দোলন ঘিরে যখন দেশ উত্তপ্ত, তখন অভিনেত্রী মনীষা কৈরালার মন্তব্য ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। গত ৮ সেপ্টেম্বর থেকে চলা এই আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন। এই প্রেক্ষিতেই মনীষা কৈরালা বলেন, “নেপাল একসময় সমৃদ্ধ হিন্দু রাষ্ট্র ছিল। বামপন্থীরা এসে এই দেশকে ধ্বংস করেছে। আমরা হিন্দুরাষ্ট্র হিসেবেই বিশ্বে পরিচিত ছিলাম। আমাদের দেশে কখনও ধর্ম নিয়ে অশান্তি হয়নি, মারামারি হয়নি।” তিনি আরও প্রশ্ন তোলেন, “এখানে যুদ্ধ হয়নি, হানাহানি হয়নি। সব সময় শান্ত ছিল পরিবেশ। তবে কেন আজ সেই শান্তি নষ্ট হল? এর পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে?” অভিনেত্রীর এই বক্তব্যে নেপালে নতুন করে রাজনৈতিক তরঙ্গ তৈরি হয়েছে। সমর্থকরা তাঁর মন্তব্যকে সমর্থন জানালেও বিরোধীরা একে উত্তেজনা ছড়ানোর প্রচেষ্টা বলে কটাক্ষ করছেন।
