মহালয়ার দিন রেকর্ড ভীড় চোখে পড়লো শিলিগুড়ির নেতাজি কেবিনে
শিলিগুড়ি : সকাল থেকেই ভীড় উপচে পড়লো শিলিগুড়ির নেতাজি কেবিনে। এদিন সকাল থেকেই ভীড় উপচে পড়ে নেতাজি কেবিনে । যা মূলত বিখ্যাত শুধু শিলিগুড়ির বিধান মার্কেটেই নয় গোটা পশ্চিমবঙ্গর মধ্যে নাম আছে নেতাজি কেবিনের। শিলিগুড়ির বিখ্যাত চায়ের দোকান নেতাজি কেবিন নেতাজি কেবিন বলতে গিয়ে একটা প্রবাদ আছে শীত, গ্রীষ্ম, বর্ষা নেতাজি কেবিন ভরসা। এবারেও তার ব্যাতিক্রম হল না। এদিন ভোর পাঁচটার থেকে ভীড় শুরু হয়ে যায়। বিশেষ করে মহালয়ার দিনে। যা সামাল দিতে গিয়ে এদিন হিমশিম খান মালিক প্রণব বাবু এবং তার কর্মচারীরাও । প্রনব বাবু জানান প্রতি বছর মহালয়ার দিন ভীড় থাকে এইবারেও তার ব্যাতিক্রম হয় নি। আজকে ভীড় ছিলো দেখবার মতন। মানুষ দেবীপক্ষের সূচনার এই দিনটিকে আলাদাভাবে দেখেন। আর সেই সাথে আমার চা। হাসলেন প্রনব বাবু। সত্যি তো তার “নেতাজি কেবিন “আজকে জগৎ বিখ্যাত গর্ব করবার মতন ই ব্যাপার।
