পুজোর আগে বৈচিত্র্যময় হয়ে উঠলো শহর শিলিগুড়ির নেতাজি কেবিন
শিলিগুড়ি : পুজোর আগে বৈচিত্র্যময় নেতাজি কেবিন। উত্তরবঙ্গ কেন গোটা বাংলায় বিখ্যাত শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিন। সারা বাংলার মানুষ চেনেন এই নেতাজি কেবিন কে। পুজোর আগে কিভাবে নেতাজি কেবিন সেটা জানতে ইচ্ছে ছিল অনেকেরই।

নেতাজি কেবিনের কর্ণধার প্রণবিন্দু বাগচি জানান আমাদের নতুন কিছু না, আর আমি ব্যক্তিগতভাবে পরিবর্তনে বিশ্বাসী না। আধুনিক হলেও শিলিগুড়ির অনেক দোকানে এখনও চা বিক্রি হয় না, কারণ তারা আধুনিক । তাই আমি মনে করি না আধুনিক হলেই আমি বিখ্যাত হয়ে যাবে। তবে পুজোতে শিলিগুড়ি এবং শিলিগুড়ির বাইরের নানান জায়গা থেকে মানুষ আসেন তাদের জন্য আমাদের সেরা চা উপহার থাকবে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি মানুষকে ভালো চা খাওয়ানো একটা আলাদা কারুকার্য। বিশেষ করে বাইরে থেকে মানুষ এসে যদি আমার দোকানে খুব খ্যাতি করে তবে সেটা আমার কাছে একটা বড় পাওনা। তাই আর মাত্র কয়েকদিন বাকি পুজোতে। আমি চাই সবাই আসুন সবাই পুজো উপভোগ করুন। আর আমরা সেরা চা উপহার দেবো আপনাদের। নেতাজি কেবিনের ভিতরে গিয়ে দেখা গেল চারিদিকে ছড়িয়ে আছে পুরস্কার নেওয়ার ফটো। তাই বোঝাই যায় চা জিনিসটার সাথে নেতাজি কেবিন নামক দোকানটির একটা আলাদাই সম্পর্ক আছে।