মেঘাচ্ছন্ন আকাশ ক্রমশ ভয় ধরাচ্ছে শিলিগুড়ির পুজো উদ্যোক্তাদের মনেও
শিলিগুড়ি : মেঘাচ্ছন্ন আকাশ ক্রমশ ভয় ধরাচ্ছে শিলিগুড়ির পুজো উদ্যোক্তাদের মনেও । মূলত গত ৫০ বছরে কলকাতা এই ধরনের বৃষ্টি হয়নি। মেঘ ভাঙ্গা বৃষ্টিতে পুরোপুরি বিপর্যস্ত এ রাজ্যের রাজধানী। এবারে আকাশ ভয় দেখাচ্ছে শহর শিলিগুড়িকেও। একদিকে মেঘাচ্ছন্ন আকাশ এবং অপরদিকে চরম ভ্যাপসা গরম , অনেকের মনে প্রশ্ন উঠছে কলকাতার মতো পরিস্থিতি শিলিগুড়িতেও হবে নাতো? এমনকি সারা বছরে দূর্গা পূজার সময়টাই হয়তো একটু খুশিতে থাকতে ভালবাসেন মানুষ, কিন্তু প্রকৃতি যেভাবে তার রূপ দেখাচ্ছে তার একটা শঙ্কা থেকেই যাচ্ছে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে জিততে পেরেছেন কেউ? তাই শিলিগুড়িতেও কানাঘুষা শব্দ এবং আলোচনা পুজোর সময় ঠিক ঠাক চলুক ভগবান। আপাতত এটাই চিন্তা, এবং শঙ্কা শিলিগুড়ির মানুষের মনে।
