কম্পিউটার বিজ্ঞানে ইতিহাস গড়লেন বাঙালি বিজ্ঞানী ঈশান চট্টোপাধ্যায়, এমনকি পেলেন ‘গোডেল প্রাইজ’ও
নিজস্ব সংবাদদাতা: বিশ্ব কম্পিউটার বিজ্ঞানের জগতে ঘটে গেলো বাঙালির এক মহা গৌরবজ্জ্বল সংযোজন। চলতি বছরের মর্যাদাপূর্ণ ‘গোডেল প্রাইজ’ (যা কম্পিউটার বিজ্ঞানের নোবেল বলেই পরিচিত) জিতেছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক ঈশান চট্টোপাধ্যায়। এক জটিল ও বহুদিন ধরে অধরা সমস্যা সমাধান করে ইতিমধ্যেই এই সম্মান অর্জন করেছেন তিনি।

জানা গেছে গত তিন দশক ধরে বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছিলেন এক সমস্যার সমাধানে—র্যান্ডমনেস এক্সট্র্যাকশন। প্রশ্ন ছিল, অল্প বা দুর্বল তথ্যসূত্র থেকেও কি আদৌ কার্যকর ‘র্যান্ডমনেস’ তৈরি সম্ভব? অবশেষে উত্তর খুঁজে দিতে এগিয়ে আসেন ঈশান। তাঁর গবেষণা এও প্রমাণ করেছে, দুর্বল তথ্যসূত্র থেকেও যথাযথভাবে র্যান্ডমনেস তৈরি করা সম্ভব—যা নিরাপদ তথ্য আদান-প্রদান (সিকিউর কমিউনিকেশন), ক্রিপটোগ্রাফি এবং ডেটা কম্প্রেশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আনতে পারে। এই চর্চা শুধু তাত্ত্বিক নয়, প্রযুক্তির আগামী দিনে বাস্তবিক প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ঈশানের গবেষণাপত্র যা ২০১৯ সালে প্রকাশিত হয়, সেই পথিকৃত কাজের জন্যই তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। মূলত ভারতেই তাঁর পথচলার শুরু—আইআইটি কানপুর থেকে স্নাতক সম্পন্ন করে, পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ডেভিড জুকারম্যানের অধীনে ডক্টরেট করেন। ২০১৮ সাল থেকে কর্নেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ঈশান বর্তমানে সেখানকার অ্যাসোসিয়েট প্রফেসর পদে আছেন। আজ গোটা প্রযুক্তি বিশ্ব ঈশানের অবদানে মুগ্ধ, আর আমরা গর্বিত—কারণ সেই বিশ্বমানের চিন্তার কারিগর এক বাঙালি মন।