রেলট্র্যাক থেকে শুরু করে মেট্রো স্টেশনের যত্রতত্র শুধুই গুটখার পিক, উদ্বোধনের ৩ দিনের মাথায় এমনি বেহাল দশা পাটনা মেট্রো স্টেশনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেখে মনে হয় অনেকদিনের পুরোনো কোনও মেট্রো স্টেশন। তেমন কেউ রক্ষণাবেক্ষণ করে না। সিঁড়িতে ওঠার দেওয়ালের গায়ে লাল রঙের ‘কারুকার্য’। রেলট্র্যাক থেকে শুরু করে মেট্রো স্টেশনের যত্রতত্র শুধুই গুটখার পিক। তবে একটু চোখ ঘোরালেই হুঁশ ফিরবে। ছবিটা পাটনা মেট্রো রেলের। ভোটের মুখে তড়িঘড়ি পাটনা মেট্রোর একাংশের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিন চারেক আগেই ঘটা করে আয়োজিত হয়েছিল সেই উদ্বোধনী অনুষ্ঠান। তা নিয়ে বিহার রাজনীতিতে চর্চার শেষ নেই। আর এরইমাঝে গুটখার দাগে সেজে উঠেছে মেট্রো স্টেশন।

ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই সংক্রান্ত ছবি ও ভিডিও। তারপর থেকেই নানা মহলে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশের কথায়, এটাই আসল বিহারের ছবি। বিহারবাসীর লজ্জা হওয়া উচিত। উদ্বোধনের মাত্র কয়েকদিন হয়েছে। এরইমাঝে সেখানে পৌঁছে গিয়েছে ‘গুটখা গ্যাং’। কারও লজ্জা নেই। ন্যূনতম নাগরিক সচেতনতা বোধও নেই। একাংশের কথায়, এমন লোকজনকে অবিলম্বে জরিমানা করা উচিত। তবেই সঠিক শিক্ষা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *