ফুলবাড়ি বাইপাস এলাকায় একটি ছোট্ট খাবারের দোকানে দই চিড়া খেয়ে জিনিসপত্র সাবার করল চোরের দল
শিলিগুড়ি : ফুলবাড়িতে বাইপাসে একটি ছোট্ট খাবারের দোকানে দই চিড়া খেয়ে জিনিসপত্র সাবার করল চোরের দল। ব্যাপক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির একটি মুদির দোকানে। রাত্রিবেলা খুব সম্ভবত চোরেরা ওই দোকানে ঢুকে চুরি করতে গিয়েছিল জিনিসপত্র। তখনই হয়তো তাদের খিদে পেয়ে যায় । চোখের সামনে ঢেকে রাখা দই চিড়া দেখে আর নিজেদের সামলাতে পারিনি তারা। দই চিড়া খেয়ে নিয়ে অবশেষে এদিন চুরি করতে মাঠে নামে চোরেরা। তারপর চুরি করে নিয়ে যায় আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র । এমনকি এদিন ক্যাশ টাকাও চুরি করে তারা। এদিকে ওই দোকানের মহিলা দোকানদার জানান এইভাবে কেউ চুরি করে কোনদিন শুনিনি, আজকে নিজেদের দোকান দিয়ে আমরা সব কিছু প্রত্যক্ষ করলাম। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক শোরগোলও পড়ে যায় চারিদিকে। অনেকে এও জানান এর জন্য দায়ী একমাত্র বহিরাগতরাই । তাদের জন্য এইসব ঘটনা ক্রমশ ঘটে চলেছে।
