এবার উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাব, সাহায্য পৌঁছে গেল বন্যা দুর্গতদের কাছে
নিজস্ব সংবাদদাতা : এবার শিলিগুড়িতে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সহযোগিতায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইস্টবেঙ্গল ক্লাব । তাদের তরফ থেকে এমনকি এদিন বিশাল সাহায্য পৌঁছে গেল বন্যা দুর্গতদের কাছেও । শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে মূলত ইস্টবেঙ্গল ক্লাব এর নিজস্ব ফ্যান ক্লাব আছে। যা বহুদিন ধরেই নানা অনুষ্ঠানের সাথে জড়িত। এবার ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়ে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব বন্যা দুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিল। ফ্যান ক্লাবের তরফ থেকে এদিন জানানো হয় এইটা প্রথম ভাবে প্রাথমিক সাহায্য। যদি প্রয়োজন হয়, এবং ভবিষ্যতে ইস্টবেঙ্গল বেঙ্গল ফ্যান ক্লাব দুর্গতদের পাশে ফের দাঁড়াবে । এবং আবার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এদিন ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফ থেকে ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য মেয়র গৌতম দেব নিজে সাহায্য তুলে দেন এবং তিনি জানান আমি আবার এখানে আসবো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব।
