শিলিগুড়ির রামঘাটের কাছে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা, বেশ কয়েকজনক ধাক্কা মেরে উলটে গেল পিকআপ ভ্যান, জখম হল ৫ পথচারী
শিলিগুড়ি : শিলিগুড়ির রামঘাটের কাছে ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েকজনক ধাক্কা মেরে সম্পূর্ণ উলটে গেল পিকআপ ভ্যান,যার জেরে গুরুতর জখমও হল ৫ জন। জানা গেছে গভীর রাতে, বেসামাল অবস্থায় চলছিল একটি পিক আপ ভ্যান, এদিকে তাল সামলাতে না পেরে ওই রাস্তা দিয়ে চলা ৫জনকে ধাক্কা মেরে চলে যায় ওই পিক আপ ভ্যানটি । এদিকে রাত বেশী হওয়ায় মদ্যপ অবস্থায় থাকা ওই চালক দেখতে পাননি রাস্তার পথচারীদের। ধাক্কা মেরে আরো বাড়িয়ে দেন পিক আপ ভ্যানের গতি, প্রথমে কেউ বুঝতে পারেন নি, পরে বুঝতে পেরে তারা ওই পিক আপ ভ্যানের পিছনে দৌঁড়াতে শুরু করেন, কিন্তু ওই পিক আপ ভ্যানের চালক গাড়ীর গতি বাড়িয়ে ওই এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিকে ওই পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হওয়া ৫ জনকে অবশেষে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
