কলকাতায় গা ঢাকা রাজস্থানে খুন করে এসে! স্থানীয়দের তৎপরতায় আটক ৩ , অধরা আরো ১

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজস্থানের তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে কলকাতায় লুকিয়েও শেষমেশ ধরা পড়ল খুনের ঘটনায় অভিযুক্ত তিন । বৃহস্পতিবার দুপুরে ফুলবাগান থানার পুলিশ তাদের গ্রেফতার করে । পলাতক একজন ৷ সূত্রের খবর, খুনে অভিযুক্ত মোট চারজন ৷ তার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হলেও পালাতে সক্ষম হয় এক অপরাধী ৷ ধৃত তিনজনই রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামান থানার বাসিন্দা বলে জানা গিয়েছে । তাদের নাম গণপত গুর্জর, মহেশ গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর । এদের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু আছে সেখানে । তদন্তকারীদের চোখে ধুলো দিতে কলকাতায় আশ্রয় নিয়েছিল তারা ৷ কিন্তু শেষ রক্ষা হল না ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ফুলবাগান এলাকায় তিনজন অপরিচিত যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের । কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, আরও একজন একটি বহুতলের কার্নিশ থেকে নামার চেষ্টা করছে । সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের । সন্দেহ আরও বাড়ে । তাঁরা খবর দেন ফুলবাগান থানায় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে । শুরু হয় তাড়া ও পাল্টা তাড়ার খেলা — প্রায় আধঘণ্টা ধরে চলে উত্তেজনা । অবশেষে পুলিশ তিনজনকে ধরে ফেলে । পালিয়ে যায় একজন ৷ এরপর ধৃতদের থানায় নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ ।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে যে, এলাকায় বহিরাগতদের দেখে সন্দেহ হয়েছিল তাদের । পরে তাঁরা দেখতে পান ওই বহিরাগত দলের আরও একজন এলাকার একটি আবাসনের কার্নিশ থেকে নামার চেষ্টা করছে । এরপরে এলাকার বাসিন্দারা খবর দেন স্থানীয় থানায় ।প্রাথমিকভাবে ধৃতরা নিজেদের পরিচয় গোপন করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলে অভিযোগ । কেউ নিজেদের শ্রমিক, কেউ বা ব্যবসায়ী পরিচয় দেয় । তবে দীর্ঘ জেরার পর তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । প্রকাশ্যে আসে আসল পরিচয় ৷ তারা রাজস্থানের দিদওয়ানা জেলার বাসিন্দা এবং কুচামান থানায় খুনের মামলায় অভিযুক্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *