প্রশাসনিক বিধি নিষেধকে উপেক্ষা করেই শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে দুই চাকা এবং চারচাকা গাড়ির দাপট, বিব্রত সাধারণ মানুষ
শিলিগুড়ি : প্রশাসনিক বিধি নিষেধ উপেক্ষা করেই শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে দুই চাকা এবং চারচাকা গাড়ির দাপট। প্রশাসনের বহুবিধি নিষেধ আছে ঠিকই তবে সবকিছুকে উপেক্ষা করে শিলিগুড়িতে চলছে দুই চাকা এবং চার চাকার গাড়ির দাপট। এমনকি মূল রাস্তাগুলো ছেড়ে দিলেও অলিগলির রাস্তা দিয়েও চলাফেরা করা এক চরম দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এত গাড়ি এবং এত যানবাহন যার জেরে পথ চলতি মানুষজন , বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে এক দুষ্কর হয়ে পড়েছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া। সব জায়গাতে ট্রাফিক থাকে না , সেই কারণে বুড়ো আঙ্গুল দেখিয়ে দাপটে চলছে যানবাহন। এমনকি দিনের পর দিন বেড়েই চলেছে শহর শিলিগুড়ির যানবাহনের পরিমান ।

আবার এদিকে পথ চলতি মানুষজন জানান সন্ধ্যার পরে অবস্থা আরো সংকটজনক হয়ে পড়ে। শহর শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা গুলিতে এত দাপট বেড়েছে যানবাহনের যে কারো পক্ষেই সেটা সহ্য করা মুশকিল। এমনিতেই মূলত শিলিগুড়ি উত্তরবঙ্গের আধুনিক শহর হিসেবে পরিচিত। সেখানে বিক্রি হয় রেকর্ড পরিমাণে দুই চাকার গাড়ি। সেই শহরে যানবাহনের এই দুরবস্থা সত্যি বিরাট এক চিন্তার ব্যাপার। স্কুল বাস গুলি যাতায়াত করে এবং এর ফলে একটা আশঙ্কা থেকেই যায়। প্রশাসনিক বৈঠকে পুরসভা যাই বলুক না কেন অবস্থা যেখানে ছিল সেখানেই পড়ে আছে।