ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক ৪৫ অর্জন করে রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে ইতিহাস গড়লেন অরুণাচলের তেনজিং ইয়াংকি
নিজস্ব সংবাদদাতা : প্রবল সামাজিক বাধা ভেঙে, আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠলেন তেনজিং ইয়াংকি, যিনি মূলত অরুণাচল প্রদেশের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে ইতিহাস রচনা করলেন। জানা গেছে তাওয়াং জেলার বাসিন্দা ইয়াংকি ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) ৫৪৫ অর্জন করে এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। অরুণাচল প্রদেশের গর্ব হিসেবে তাঁর এই সাফল্য অর্জন কেবল রাজ্যের নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের নারীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা বহন করছে। তেনজিং ইয়াংকির এই সাফল্য প্রমাণ করে— অদম্য পরিশ্রম, সাহস ও অধ্যবসায় থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।


