স্মৃতি প্রীতিকার অনবদ্য যুগলবন্দী! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ডিআরএস সিস্টেমে ৫৩ রানে জয়ী হল ভারত, পৌঁছে গেল সেমিফাইনালে
নিজস্ব সংবাদদাতা : ডু অর ডাই ম্যাচ! পরাজয় হলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ভারত। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল ভারতের মেয়েরা। স্মৃতি ও প্রীতিকার যুগলবন্দিতে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড় তৈরি করে ভারত। দুজনেই ক্রিকেটের বাইশ গজে এদিন ব্যাপক ঝড় তোলেন। প্রীতিকার ব্যাট থেকে আসে ঝরঝরে ১২২ রানের ইনিংস। পাশাপাশি স্মৃতি মান্ধানাও অগ্রাসী মনোভাব নিয়ে খেলে ১০৯ রান করেন। রানের পাহাড় সামলাতে বেসামাল হয়ে যায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা প্রশস্ত করে ফেলল ভারত।

মূলত পরপর তিনটি ম্যাচে পরাজয়, খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল স্মৃতি মন্ধানারা। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে অগ্নি পরীক্ষার ম্যাচে নেমেছিল তারা। প্রথম থেকে ব্যাট করতে নেমে অগ্রাসী মনোভাবে ব্যাটিং শুরু করে স্মৃতি মান্ধানা এবং প্রীতিকা। তাদের ব্যাটিং তাণ্ডবের কারণে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ ছিন্নভিন্ন হয়ে যায়। তাদের অনবদ্য পার্টনারশিপে ওঠে ২১২ রান। ৩৪ তম ওভারে ১০৯ রান করে প্যাভিলিয়ানে ফেরত যান স্মৃতি মান্ধানা। প্যাভিলিয়নের ফেরত যাওয়ার আগে বড় রানের ভিত গরে দেন তিনি। প্রীতিকার ব্যাট থেকে আসে ঝরঝরে ১২২ রানের তরতাজা ইনিংস। ৪৯ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে ৩৪০ রানের মাইলস্টোন করে। ওভার কিছুটা আরো কমে যায়। ৪৪ ওভার নিউজিল্যান্ডের কাছে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ৩২৫।
সামনে বড় টার্গেট প্রথম থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। দলীয় রান যখন ১ নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটে। তবে নিউজিল্যান্ডের চাপমুক্ত হওয়ার মরিয়া প্রচেষ্টা চালায়। হ্যালিডে ৮৪ বলে ৮১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, নিউজিল্যান্ডের উইকেট কিপার গেজ ৫১ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে তাদের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৪৪ ওভার ৮ উইকেট হারিয়ে ২৭১ রানে। ডাকুয়ার্থ লুইস সিস্টেমে ভারত ম্যাচটি ৫৩ রানে জয়ী হয়। এই জয় ভারতকে যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলল। লাগাতার তিনটি ম্যাচ পরাজিত হওয়ার কারণে, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডকে পরাজিত করে সেই রাস্তা নিশ্চিত করে ফেলল ভারত। ভারত তাদের শেষ গ্রুপ লীগের ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

