এক চরম অমানবিকতার নজির উত্তরবঙ্গে, বেলাকোবায় রাস্তায় পড়ে থাকলেন বৃদ্ধা, দেখতে আসলেন না কেউ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : মুখ থুবড়ে পড়ল মানবিকতা! দিনে দুপুরে রাস্তায় এক অসহায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেও এগিয়ে এল না কেউ। চরম অমানবিকতার ছবি ধরা পড়ল বেলাকোবায়। এদিন দুপুরে শিকারপুরের পানিট্যাংকি মোড়, বেলাকোবা-দশদরগা রাস্তায় ধরা পড়ল চরম করুণ এক দৃশ্য। এক ৮৫ বছর বয়সী বৃদ্ধ মাথা ঘুরে রাস্তার বাম্পেরের উপর বসে পড়েন। চারপাশে দোকান, পথচারী, যানবাহনের বিশাল ভিড়—তবু কেউ থামেনি। এদিন আধা ঘণ্টা ধরে বিপদজনক অবস্থায় পড়ে ছিলেন তিনি। পাশ দিয়ে চলে যায় টোটো, মোটরসাইকেল, বাস—কিন্তু এদিন কোনো মানবিক সহায়তা আসেনি কারোর পক্ষ থেকে।

অবশেষে এই নির্লজ্জ উদাসীনতার মাঝেও এদিন একজন মানুষ হিসেবে আরেকটি মানুষের প্রতি তাঁর মানবিক দায়িত্ব পালন করতেই এগিয়ে যান উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক সুভাষচন্দ্র বসু। তিনিই বৃদ্ধার সঙ্গে কথা বলেন তারপর বৃদ্ধার হাত ধরে তুলে টোটোতে বসিয়ে, নিজ খরচে ভাড়া মিটিয়ে, নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।পরে বৃদ্ধা জানিয়েছেন বাড়ির লোক না করেছিল তাও বেরিয়েছিলাম, ঠিক করিনি। ধন্যবাদ ওই ছেলেটিকে ওর ভালো হোক আশীর্বাদ করছি আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *