৭ বছর পর ফের শুরু হতে চলেছে ২৬/১১ ভয়াবহ মুম্বই হামলার শুনানি!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২৬/১১ মুম্বই হামলা নিয়ে ফের শুরু হতে চলেছে শুনানি। দীর্ঘ ৭ বছরের টালবাহানা ও শুনানি স্থগিত থাকার পর অবশেষে মুম্বইয়ের ট্রায়াল কোর্টে এই মামলা পুনরায় শুরু হওয়ার পথ প্রশস্ত করে দিয়েছে বম্বে হাইকোর্ট। মুম্বই সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের হাতে একমাত্র জীবিত অভিযুক্ত ছিল কসাব। সেই বিচারকাজ কবে শেষ হয়েছে। কিন্তু বাকি থেকে গিয়েছে এই হামলার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের সাজা দেওয়ার কাজ। যার অন্য়তম উদাহরণ একদিকে তাহাউর রানা। অন্য়দিকে, জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল।

২০১৮ সাল থেকে এই জাবিউদ্দিন আনসারির মামলার শুনানি স্থগিত হয়ে রয়েছে। মুম্বই হামলার অন্যতম মূলচক্রীদের মধ্য়ে একজন এই আবু, দাবি তদন্তকারীদের। কসাব-সহ ১০ জন সন্ত্রাসবাদীকে হিন্দি শেখানোর দায়িত্ব ছিল এই আবুর। এমনকি, ভারতে প্রবেশের পর কোথায় যেতে হবে, কী রকম আচরণ করতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, এই সবের দায়িত্ব আবুই পালন করেছেন বলে অভিযোগ। বর্তমানে মুম্বইয়েই একটি জেলে বন্দি রয়েছে ‘মাস্টারমাইন্ড’ আবু জুন্দাল।

২০১২ সালে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও আবুর অভিযোগ, তাঁকে সৌদি আরব থেকে ভারতে অবৈধ ভাবে প্রত্যর্পণ করানো হয়েছিল। আদালতে এতদিন শুনানি স্থগিত থাকার কারণও এই বিবাদই। যদিও এরপর ২০১৬ সালে অন্য একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলায় তাঁকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই থেকেই জেলবন্দি জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল। জানা গেছে ২০১২ সালে দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। যদিও আবুর অভিযোগ, তাঁকে সৌদি আরব থেকে ভারতে অবৈধ ভাবে প্রত্যর্পণ করানো হয়েছিল। আদালতে এতদিন শুনানি স্থগিত থাকার কারণও এই বিবাদই। যদিও এরপর ২০১৬ সালে অন্য একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলায় তাঁকে যাবজ্জীবন সাজা শোনায় আদালত। সেই থেকেই জেলবন্দি হয়ে থাকে জাবিউদ্দিন আনসারি ওরফে আবু জুন্দাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *