ক্যান্সারকে হারিয়ে জীবনের জয়গাথা – অদ্রিজা গণের অসামান্য সাফল্য, সম্মাননা প্রদান করা হল
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে
সংবাদদাতা মানিক চৌধুরী : নিমতা থানার উদয়পুর দক্ষিণের মেয়ে অদ্রিজা গণ মাত্র ১২ বছর বয়সে ‘টি সেল লিম্ফোমা’ নামের এক বিরল ও মারণ ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। জীবনের শুরুতেই এমন এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েও সে হার মানেনি। টানা ৮২টি কেমোথেরাপি, দীর্ঘ ৮ মাসের সংগ্রাম এবং অসংখ্য শারীরিক ও মানসিক প্রতিকূলতার পরও নিজের ইচ্ছাশক্তি ও জেদের জোরে অদ্রিজা আজ সকলের অনুপ্রেরণা। সম্প্রতি, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অধিকার করে অদ্রিজা আবারও প্রমাণ করেছে— মনের জোর ও অধ্যবসায় থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। তার এই অনন্য সাফল্য ও দৃঢ় মানসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এদিন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নিমতা থানার পক্ষ থেকে অদ্রিজাকে সম্মাননা প্রদান করা হয় এবং জানানো হয় ব্যারাকপুর পুলিশ পরিবার সর্বদা অদ্রিজার পাশে থাকবে। অদ্রিজার এই লড়াই এবং সাফল্যের কাহিনি আজ শুধু নিমতা নয়, সমগ্র রাজ্যের মানুষের কাছে এক অনুপ্রেরণার বার্তা বয়ে আনছে— “ইচ্ছাশক্তি থাকলে ক্যান্সারও হার মানে জীবনের কাছে।


