গোর্খাদের গর্বিত করলেন উমা ছেত্রী, ভারতের জার্সিতে জয় করলেন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ
নিজস্ব সংবাদদাতা : তিনি গোরখার কন্যা, অবদশেষে ইতিহাস গড়লেন আসামের গর্ব গোরখা কন্যা উমা ছেত্রী। বোকাখাটের ছোট্ট শহর থেকে বিশ্ব ক্রিকেটের মহামঞ্চে — এক সময় ফিসফিসিয়ে বলা সেই স্বপ্ন আজ প্রতিধ্বনিত হয়েছে গোটা জাতির কণ্ঠে।শুধু উমা ছেত্রীর স্বপ্ন পূরণ হয়নি — পূর্ণ হয়েছে তাঁর পরিবার, কোচ, আসাম ও উত্তর-পূর্ব ভারতের প্রতিটি ক্রিকেটপ্রেমীর স্বপ্ন। প্রমাণ হয়েছে, আবেগ ও পরিশ্রমের কোনও সীমা নেই। উমা ছেত্রী হয়ে উঠলেন আসাম ও সমগ্র উত্তর-পূর্ব ভারতের প্রথম ক্রিকেটার, যিনি ভারতের জার্সিতে জয় করলেন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ, এক সোনালী অধ্যায় হিসেবে যা ইতিহাসে চিরকাল লেখা থাকবে।তাঁর এই যাত্রা আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ, এবং চিরকাল আমরা গর্ব ভরে বলব,তিনিই আমাদের আসামের কন্যা!


