শিলিগুড়িতে এম এম আইসিদের মিটিং, মেয়রের কথায় উঠে এলো উন্নয়নের সুর
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরসভাতে আয়োজিত হল এম এম আইসিদের মিটিং, মেয়রের কথায় উঠে এলো উন্নয়নের সুর। এদিন মেয়র জানান তার এমএমআইসি মিটিং এ শিলিগুড়িকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে। আমাদের কাছে যেসব কাজ আছে সেগুলো করতে পারলে শিলিগুড়ি একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। শিলিগুড়ি উত্তরবঙ্গের আর দিকে একটা আলাদা মাত্রা রাখে। তাই শিলিগুড়ির উন্নয়ন মানে গোটা উত্তরবঙ্গের উন্নয়ন। তাই শিলিগুড়ির মাটিতে একটা উন্নয়নের বীজ যদি তৈরি করে যেতে পারা যায় তবেই মানুষ আমাদের দিকে নজর রাখবে।

মেয়র গৌতম দেব এদিন আরো জানান শিলিগুড়ি কে আমরা মেগাসিটিতে পরিণত করব। তাই শিলিগুড়ির উন্নয়ন মানে আমাদেরও উন্নয়ন। মেয়র গৌতম দেব এও জানান আমাদের কাজ মানুষের কাছে উন্নয়নের বীজকে পৌঁছে দেওয়া। আর তার জন্য যা করা যায় আমরা তা করব। মেয়র এও বলেন আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষের কল্যাণ করা। মানুষের মঙ্গল করা, আর সেদিকে তাকিয়ে আমরা মানুষের কাছে অন্য বার্তা পৌঁছে দিতে চাইবো। এদিন এই এমএমআইসি বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং এমএমআই সিরাও।

