বন্য হাতির এক ভয়াবহ তাণ্ডব, চরম আতঙ্কিত জলপাইগুড়ির মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ির গ্রামীণ এলাকায় বন্য হাতির তাণ্ডব অব্যাহত। মূলত কয়েকদিন ধরে জলপাইগুড়ি এবং তার আশেপাশের বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে একটু রাত হলেই ঢুকে পড়ছিল বন্যহাতির দল। খুব সম্ভবত খিদে পেয়ে যাওয়ার কারণে তারা ঢুকে পড়ছিল বাড়ির মধ্যে । এদিকে হাতিগুলি দলবেঁধে আসায় মানুষের পক্ষে তাদের প্রতিরোধ করা কোনো ভাবেই সম্ভব পর হচ্ছিল না। এমনকি খাবারের লোভে তারা বাড়িগুলির ভিতরে ঢুকে গিয়ে কলা রুটি সহ অন্যান্য জিনিস নিয়ে যাচ্ছিল।এদিকে বনদপ্তর এর কাছ থেকে খবর পাওয়া গেছে বন্য হাতির তাণ্ডব আজকের থেকে শুরু হয়নি, খাবার না পেয়ে মাথা গরম হয়ে যাওয়ার কারণেই চলছে তাদের এই ভয়াবহ তাণ্ডব। ভেঙে দিয়ে যাচ্ছে দোকানপাট এবং বিভিন্ন জিনিসপত্র। রাতের অন্ধকারে আশায় ক্ষতি হচ্ছে আরো বেশি, বলে জানিয়েছেন তারা।

আরো জানা গেছে বেশিরভাগ সময় হাতিগুলো আসে রাত্রিবেলাতেই। রাত্রেবেলা এসে তারা যদি প্রথমে খাবার না পায় তখনই শুরু করে দেয় একের পর এক ভাঙচুর। গ্রামের মধ্যেই এর আগেও এসে সহজে খাবার পেয়ে গেছে তারা , এই কারণেই তারা গ্রামে আসতেই বেশি পছন্দ করে। বেশিরভাগ সময় দিনের বেলাতে হাতিগুলো ঘোরাঘুরি করে , ফলে ঠিকভাবে ঠিকমতো খাবার খেতে পারে না বা সঞ্চয় করতে পারেনা। সন্ধ্যার পরে খিদে বেড়ে যায় তাদের , আর সেই সময় তাদের দরকার পড়ে পেটের জন্য খাবার জোগাড় করা। তখনই খাবার না পেয়ে গ্রামের মধ্যে তান্ডব শুরু করে দেয় তারা। যেটা এবার করেছে। এর আগেও তারা গ্রামে এসে বাড়িতে ঢুকে নানা ধরনের খাবার নিয়ে চলে। যেটা আগেও করেছিল, এবার ক্ষয়ক্ষতি সেভাবে না হলেও বহু গাছের ক্ষতি হয়েছে। গ্রামের মানুষ জানিয়েছেন গ্রামের অধিকাংশ বাড়ি কাঁচা থাকে ফলে সেই ভাবে ঠিক ভাবে মেরামতি করা যায় না। ফলে হাতিগুলো এসে তান্ডব চালালে চরম ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *