সকাল বেলাতেই চলে আসেন ওরা , মাছ বিক্রি করেই সংসার চলে এই সব মাছ বিক্রেতাদের
নিজস্ব সংবাদদাতা : ভোরের আলো ফুটতে না পড়তেই চলে আসেন তারা। সকালেই চলে আসেন মাছ বিক্রি করতে। জানিয়েছেন উত্তরবঙ্গের স্থানীয় ম্যাচ এইগুলি, দামও কম খেতেও ভালো। তিস্তা নদী এবং দু একটা ছোট নদী থেকে এই মাছগুলি তুলে আনি আমরা। এই মাছগুলোর দাম একেবারেই কম। শিলিগুড়ির পুরানো বাজারে সকালে হলেই দেখতে পাওয়া যাবে এই ধরনের মাছ বিক্রেতাদের। যারা বিক্রির আশায় কম একটু সংসার চালানোর আশায় আসেন। তারা জানান ,আমাদের আর কোন উপায় নেই , এই মাছ বিক্রি করেই আমাদের সংসার চালাতে হয়। আগের মত আর এখন বিক্রি হয় না, অনেকটাই খারাপ হয়ে গেছে মাছের বাজার। এখন অনেক বাজারই আছে সেখানে সস্তায় মাছ পাওয়া যায়। তাই এখানে আর আগের মতো বাজার নেই, আগে হলদিবাড়ি থেকে, ময়নাগুড়ি থেকে এবং ফালাকাটা থেকে লোকাল মাছ আসত। বিক্রিও হতো যেটা এখন আর হয় না। আমরা কষ্ট করে আসি আমাদের কাছে থাকে বিভিন্ন ধরনের ছোট মাছ, আগের থেকে বেড়েছে কিন্তু দুঃখের ব্যাপার বিক্রি আর বাড়ল না। এটাই আমাদের কষ্ট।


