বিহার ভোটে অলীক হিসেব, মমতাকে সরানোর ক্ষমতা বিজেপি’র নেই, এমনটাই জানালেন বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বছর ঘুরলেই ২০২৬ -এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে রাজ্যে ৷ যে নির্বাচনকে ঘিরে শাসক-বিরোধী গর্জন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ বিশেষত, বিহার বিধানসভায় নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ-র একপেশে জয়ের পর, বাংলাতেও ক্ষমতা দখলের হুংকার ছাড়ছে পদ্মশিবির ৷ যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর দাবি, স্বচ্ছ নির্বাচন হলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা অসম্ভব ৷ বিহার নির্বাচনে ২০২৫ আসনে জয়ী হয়েছে এনডিএ ৷ ধারে কাছে নেই আরজেডি, কংগ্রেস ও বামেদের মহাজোট ৷ সেই বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন, “সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে ৷ সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে ৷… এবার বাংলা জয়ের পালা ৷” রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বাংলা জয়ের হুংকার দিয়েছেন ৷

এদিকে বিরোধী শিবিরের এই তর্জন-গর্জন নিয়ে বারাসত বিধানসভার তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, “যে পরিসংখ্যান পাওয়া গেছে তাতে বিহারে ৭ কোটি ৪০ লক্ষ ভোটার ৷ তারপর এসআইআর হয়ে অনেক ছাঁটাছাটি হয়েছে ৷ তবে, যে সংখ্যাটা ভোট দিয়েছে দেখা গেল সেটা ৭ কোটি 45 লাখ হয়ে গেছে ৷ এটা কীভাবে সম্ভব বুঝলাম না ! ভোটার যদি ৭ কোটি ৪০ লক্ষ হয়, তাহলে কীভাবে ৭ কোটি ৪৫ লক্ষ ভোট পড়ল ? এই ৫ লক্ষ ভোটার তা হলে কারা ? এরা তার মানে ভূত ? এরা তাহলে ‘ঘোস্ট ভোটার’ ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *