ডাব গ্রামে খোঁড়া হচ্ছে রাস্তা, সমস্যা এবং অভিযোগ নিয়ে চরম জেরবার এলাকার সাধারণ মানুষ
শিলিগুড়ি : গোটা শিলিগুড়ি শহরজুড়ে রাস্তা খোঁড়ার কারণে চরম বিতশ্রদ্ধ হয়ে পড়ছেন সাধারন মানুষজন । মাস তিনেক আগেও একই ঘটনা ঘটেছিল। আবার সেই একই ঘটনা, অনেকেই জানান রাস্তা খোড়ার পরে রাস্তার মাটি এবং বালি রাস্তার উপরে অনেকটা জায়গা আটকে রেখেছে, ফলে টোটো এবং রিক্সার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য যদি রাস্তা খুঁড়তেই হয় নিয়ম করেই খোঁড়া হোক।। সাধারণ মানুষ কেন এর জন্য ভুক্তভোগী হবে? দিনের পর দিন একইভাবে চলছে, পথ চলতি মানুষও প্রচন্ডভাবে সমস্যায় পড়ছে।

এদিকে গোটা শিলিগুড়ি শহরজুড়ে কোন এক বেসরকারি কোম্পানি রাস্তা ঘুরে চলেছে, কোন কোন জায়গায় আবার গাছ কেটে ফেলা হয়েছে? অনেকেই জানান এইভাবে রাস্তা খুঁড়ে কাজ করলে সাধারণ মানুষের হেনস্থা হওয়ার সম্ভাবনা আরও তিন গুণ বেড়ে যাবে, অতএব পথচারীদের বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা অন্তত দেখা হোক, রাস্তা খোলার পরে কাজ হয়ে যায় অথচ মাটি আর বালি যেখানে ছিল সেখানেই থেকে যায়, সব মিলিয়ে বিপদে পড়ে যান স্থানীয় মানুষজন । শহর শিলিগুড়িতে দিনের পর দিন ধরে চলছে এই রাস্তা খোঁড়ার কর্মসূচি। যেটা আরো কয়েক সপ্তাহ লাগবে, সাধারণ মানুষের বক্তব্য ততদিন কি আমরা এইভাবে পথ চলব? কিন্তু এর উত্তর কে দেবে?

