ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে, বাঘ নয়, নেকড়ে জানালেন ডিএফও
বেস্ট কলকাতা নিউজ : বুধবার কয়েকজন বাসিন্দা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে একটি নালার ধারে নরম কাদা মাটিতে অনেকগুলি পায়ের ছাপ দেখতে পান ঝাড়গ্রামের নতুন পুলিশ লাইনের পিছনের জঙ্গলের রাস্তায়। এরকম আরও পায়ের ছাপ পাওয়া যায় ডিয়ার পার্ক লাগোয়া কৃষ্ণনগর মৌজার জঙ্গল রাস্তার নরম মাটিতেও। এলাকায় আতঙ্ক ছড়ায় ওই পায়ের ছাপগুলি বাঘের বলেও। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে পরীক্ষা করেন পায়ের ছাপগুলিকে। পায়ের ছাপ মেল করে পাঠানো হয় কলকাতার বন্যপ্রাণ বিশেষজ্ঞদের কাছেও। বিশেষজ্ঞরা খুঁটিয়ে পরীক্ষা করে জানিয়ে দেন, সেগুলি নেকড়ের পায়ের ছাপ।
তারপরেই ঝাড়গ্রামের ডিএফও বসবরাজ হল্লাইচি ঝাড়গ্রামবাসীর মন থেকে আতঙ্ক দূর করলেন । বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে তিনি আরও বলেন, ‘‘অহেতুক আতঙ্কের কোনো কারণ নেই। নেকড়ের পায়ের ছাপ ওগুলো। অনেক নেকড়ে আছে ঝাড়গ্রামের জঙ্গলে। প্রায়ই তারা জঙ্গল রাস্তায় ঘুরে বেড়ায় রাতের দিকে।পায়ের ছাপ গুলি পড়েছিল বৃষ্টির জন্য মাটি নরম থাকায়।’’