ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক শঙ্কর ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ইস্টার্ন বাইপাসে নিহত শিশুর পরিবারের পাশে বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সকালে তিনি ওই পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান। এদিন তিনি জানান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যার ব্যাথা সেই বুঝতে পারে কি ঘটেছে। আমি শুধু এতটাই বলতে পারি আমি ওদের পাশে থাকবো। যেকোনো ভাবে। ওদের যদি কোন সমস্যা হয় আমি আছি ওদের পাশে। ওই পরিবারের তরফ থেকে ক্ষোভ দেখানো হয়, যানবাহন এর চলাচল এর উপরে। এইভাবে বহু দুর্ঘটনা ঘটে চলেছে, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এইবার যদি প্রশাসন কোনো কড়া ব্যবস্থা না নেয় তবে এই অঞ্চলের বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে অনশনে বসতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *