দিল্লির হেরিটেজ স্কুলে রাজবংশী সংস্কৃতির আয়োজন করে তাক লাগিয়ে দিলেন রাজবংশী সম্প্রদায়ের “শিল্পী”রা
নিজস্ব সংবাদদাতা: দিল্লির হেরিটেজ স্কুলে আয়োজন করা হল রাজবংশী সংস্কৃতিরএক অনুষ্ঠানের। এদিন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এদিন মূলত দিল্লির দ্য হেরিটেজ স্কুলে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিয়ে রাজবংশী সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হল ছাত্রছাত্রীদের। এদিনের অনুষ্ঠানে রাজবংশী লোকগান পরিবেশনা, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের পরিচয় এবং প্রচলিত পোশাকের মাধ্যমে তুলে ধরা হয় এই জনগোষ্ঠীর সমৃদ্ধ ঐতিহ্যকেও। এদিন সঙ্গীত পরিবেশনা করেন উত্তরবঙ্গের স্বনামধন্য ভাওয়াইয়া শিল্পী অনিন্দিতা রায় ও তার টিম।

আয়োজকদের পক্ষ থেকে এদিন জানানো হয় , ছাত্রছাত্রীরা শুধু গান উপভোগই করেনি, বরং রাজবংশী সমাজের ইতিহাস, সংস্কৃতি ও বিভিন্ন লোকধারার প্রতি প্রবল আগ্রহ দেখিয়েছে। বাচ্চাদের কৌতূহল ছিল লোকসংগীতের তাল, ব্যবহার হওয়া বাদ্যযন্ত্র এবং পোশাকের বিশেষত্ব নিয়ে।সাংস্কৃতিক এই মেলবন্ধন শিক্ষার্থীদের সামনে নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিল বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকদের একাংশ।

