তৃণমূল কংগ্রেস লড়াই করে চলেছে এস আই আর কে নিয়ে, জানালেন তৃণমূল নেতা বিকাশ ঘোষ
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেস সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর কে নিয়ে লড়াই করছেন। তিনি থাকতে বাংলা এবং বাঙালির কোন ক্ষতি হবে না। শিলিগুড়িতে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের বহুদিনের সৈনিক বিকাশ ঘোষ। তিনি জানান বিজেপি যে চক্রান্ত শুরু করছে বাংলা এবং বাঙালি কে নিয়ে বাংলার মানুষ বুঝতে পেরেছে সবকিছু চলছে ভোটের জন্য। বিধানসভা ভোটে নির্বাচন কিভাবে জিততে পারবে ওরা এটা নিয়ে চিন্তিত বিজেপি । ওরা জানে ওরা ভোটে জিততে পারবেনা। বহুদিন ধরে ওরা বাংলার জমিতে ফসল ফলাতে চেষ্টা করছে কিন্তু সেটা সম্ভব না। এবারও জেতা হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে এবং মানুষের কাছে থাকেন। তিনি একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি শুরু করে দিয়েছেন। এটা বাংলার মানুষেরও উপকার করেছে। তাই বিজেপির কোন আশাই এবার সফল হবে না । বিকাশ ঘোষ এও বলেন যেভাবে এস আই আর চলছে তাতে কিভাবে বিজেপি এগিয়ে যাবে ওরা নিজেরাই জানেনা। আমাদের একটাই দায়িত্ব মানুষের পাশে এবং মানুষের কাছে থাকা। অন্য কিছু আর চিন্তা করার দরকার নেই। আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি এবং দলটা করি এবং এটাই আমার পরিচয় বলেও জানালেন বিকাশ ঘোষ।


