রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা বক্সিং চ্যাম্পিয়ন দের সাথে দেখা করলেন রাষ্ট্রপতি ভবনে
নিজস্ব সংবাদদাতা : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে দেখা করলেন ভারতের ২০২৫ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নদের সাথে । এমনকি এদিন তিনি লিভারপুল বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অভিনন্দনও জানান জয়সমিন, মিনাক্ষী, নুপুর এবং পূজা রানীকে৷ এদিন অভিনন্দন জানিয়ে তিনি চ্যাম্পিয়নদের উদ্দেশ্যে জানান তোমরা ভারতের গর্ব, ভারতের সম্মান তোমরা আরো উঁচুতে উঠিয়ে দিয়েছো। তোমাদের জন্য গোটা ভারতবাসী আজকে গর্ববোধ করছে। আগামী দিনে তোমাদের সাফল্য আরো বেড়ে উঠুক, ভারতের জন্য। রাষ্ট্রপতি এদিন মহিলা বক্সার দের সাথে বক্সিং এর শ্যাডো প্র্যাকটিসও করেন। তিনি আরো জানান আগামী দিন ভারতের জন্য বিশেষ করে ভারতীয় ক্রীড়া জগতের জন্য প্রচন্ডভাবে শক্তিশালী দিন হতে চলেছে।


