কাউকে সম্মানের যোগ্য করে তুললে অনেক কিছু পাওয়া যায় এমনি একজনের লেখা চিঠি কাউন্সিলর শ্রাবণী দত্তর জন্য
নিজস্ব সংবাদদাতা: বোন শ্রাবণী দত্ত, ❤️ আজ আমি সত্যিই হতচকিত ও অভিভূত। শিলিগুড়ি কর্পোরেশনের তরফ থেকে এমন সম্মান পাব স্বপ্নেও ভাবিনি। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু জায়গা থেকে নানান বিষয়ের ওপর বহবার সম্মাননা পেয়েছি কিন্তু আমাদের Councillor হিসেবে এবং 14 no ward এ এতই গুণী senior citizen রা থাকতেও তুমি আমাকে নির্বাচন করে নিজে থেকেই আমার নাম পাঠিয়েছিলে পুরো ward এর মাত্র পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা senior citizen দের মধ্যে ২০২৫ এর সম্মাননায় এতে আমি যারপরনাই মুগ্ধ । President শ্রীমতি মীরা দত্ত ও আরো ৩ জন এবং কর্পোরেশনের ৫ জন মিলে মোট ১০ জন কর্মকর্তাকে নিয়ে তুমি নিজেই আমার বাড়িতে এসে যেভাবে

যথেষ্ট আদরের সাথে ১২ /১২ /২০২৫ একটি লিখিত সম্মাননা , একটি শাল ও চোখ ধাঁধানো বেতের ঝুড়িতে নানান ধরনের তাজা ,শুকনো ফল মিলিয়ে “গৌতম দেবে”র তরফ থেকে প্রদান করে আমার বার্ধক্যের জীবনে এ সম্মান অন্য আলো এনে দিল। বহু অর্থের বিনিময়েও এমন সম্মান পাওয়া আমাদের মত সাধারণ মানুষের জীবনে বিরল। শিলিগুড়ির বুকে এ সম্মান আমার কাছে বিশেষ গর্বের । বিধবা মায়ের আজীবন একা সংগ্রাম করে ও মাথা উঁচু করে বেঁচে থাকা মহিলার পক্ষে এ সম্মান কতটা যে আনন্দের তা যে পায় সেই একমাত্র অনুভব করতে পারে। আত্মীয়, অনাত্মীয় অনেকে ঠকালেও ঈশ্বর আমায় ঠকাননি কখনও । এর আগেও তুমি আমায় সম্মানিত করেছিলে ❤️ কিন্তু এ বারেরটা অন্য মাত্রা এনে দিল। তোমাদের সকলের প্রতি রইল আমার গভীর ভালোবাসা এবং আদর। ঈশ্বর সকলের মঙ্গল করুন।
সুশ্বেতা বোস।

