BLO দের তুমুল বিক্ষোভ সিইও অফিসের সামনে , স্বতঃপ্রণোদিত মামলা রুজু লালবাজারের তরফে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনের দফতরে জোর করে ঢোকার চেষ্টা ৷ পুলিশের কাজে বাধা দেওয়া এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল লালবাজার । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়েছে । ইতিমধ্যেই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

সোমবার বিবাদী বাগে মুখ্য নির্বাচন কমিশনের দফতর, অর্থাৎ সিইও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। অভিযোগ, পুলিশের ব্যারিকেড টপকে সিইও দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা । পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিএলওরা । ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে, পুলিশ সূত্রে খবর। এদিকে বিক্ষোভকারী বিএলওদের দাবি, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই কমিশনের অ্যাপে বারবার পরিবর্তন আনা হচ্ছে । এর ফলে একদিকে যেমন মানসিক চাপ বাড়ছে, তেমনই অন্যদিকে তৈরি হচ্ছে চরম বিভ্রান্তি । আন্দোলনকারীদের অভিযোগ, একের পর এক নির্দেশিকা জারি করা হলেও তার যথাযথ ব্যাখ্যা মিলছে না । পাশাপাশি, খসড়া ভোটার তালিকায় একাধিক ভুল ধরা পড়ায় জনমানসেও চরম আতঙ্কও ছড়িয়েছে ।
বিএলওদের আরও অভিযোগ, এই সমস্ত সমস্যার কথা জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হলেও তা পাওয়া যাচ্ছে না। গতকাল ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র তরফে সিইও দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার চেষ্টা করা হয় । কিন্তু সময় না-মেলায় ক্ষোভ বাড়তে থাকে এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠেছে কলকাতার মুখ্য নির্বাচন কমিশনের দফতরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

