ভূস্বর্গে ব্যাট হাতে অনুশীলনে কাশ্মীরি খুদে, ‘ফ্যানগার্লে’র জন্য বিশেষ বার্তা স্মৃতি মন্ধানার
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। হরমনপ্রীত কৌরদের ঐতিহাসিক সাফল্যের রেশ এখনও কাটেনি। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক কাশ্মীরি খুদে ক্রিকেটকন্যা। ব্যাট হাতে অনুশীলনে মগ্ন সেই শিশুকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা যে, তাঁর উদ্দেশে বিশেষ বার্তাও পাঠিয়েছেন।

পরিচালক কবীর খান সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে এই খুদে প্রতিভার সন্ধান পান। বাড়ির কাছেই ক্রিকেট অনুশীলনে ব্যস্ত মেয়েটির নাম আরু। কথাবার্তায় জানা যায়, ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানাই তার আদর্শ। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ‘৮৩’ ছবির পরিচালক। পোস্টে কবীর খান লেখেন, কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটলেই এমন জাদুকরী মুহূর্ত ধরা পড়ে, আরু তারই এক উজ্জ্বল উদাহরণ। পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। কবীর খানের সেই পোস্ট নজরে আসে স্মৃতি মন্ধানার। উত্তরে তিনি লেখেন, “ছোট্ট আরুকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। ওর হয়ে আমিও গলা ফাটাব। এ কথা ওকে বলে দিও।” স্মৃতির এই বার্তায় উচ্ছ্বসিত নেটিজেনরাও। উল্লেখ্য, ব্যক্তিগত ধাক্কা সামলে ক্রিকেটেই নিজেকে ডুবিয়ে রেখেছেন স্মৃতি। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমে ফের নিজের ছন্দে ফিরেছেন বিশ্বসেরা ওয়ানডে ব্যাটার।

