সম্পর্ক অটুট রাখার পক্ষে ওপারের বাসিন্দারা, ভিসা বন্ধে চরম উদ্বিগ্ন কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এর ব্যবসায়ীরাও
বেস্ট কলকাতা নিউজ : ওপার বাংলায় নতুন করে অশান্তির জেরে কলকাতায় আসতে চাইছেন না আগে ভিসা পাওয়া বাংলাদেশিরা । যদিও এখন মিলছে না ভিসাও ৷ আর এই পরিস্থিতিতে কলকাতায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন পরিবহণ থেকে হোটেল ব্যবসায়ীরা ৷ তাই বিরোধিতা নয়, সম্পর্ক অটুট রাখার পক্ষে সায় দিয়েছেন এপার বাংলার ‘মিনি বাংলাদেশ’-এর ব্যবসায়ীরা ৷
বাংলাদেশের চরম অস্থির পরিস্থিতি : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বছর ঘুরল । মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন ও বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ওপার বংলায় । কিন্তু তার আগেই নতুন করে আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে । জুলাই আন্দোলনের নেতা শরীফ ওসমান হাদির গুলিতে মৃত্যু ও সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলার অভিযোগ উঠেছে । এমনকি সংখ্যালঘু হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে প্রকাশ্যে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এরপর ওপার বাংলার পরিস্থিতি আরও উত্তাল হয় ।

ভারত বিরোধী স্লোগানের মুখরিত হন বিক্ষোভকারীদের একাংশ । ভারতের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার দাবিতে তাঁরা সোচ্চার হচ্ছেন নিত্যদিন । যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকায় ভারতীয় দূতাবাস । এমনকি বাংলাদেশিদের জন্য ভারতে আসার ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে । স্বাভাবিকভাবে যার আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও । কিন্তু যে সমস্ত বাংলাদেশিরা চিকিৎসা কিংবা ব্যবসা অথবা ভ্রমণের উদ্দেশ্যে আগে ভিসা পেয়েছেন এবং বর্তমানে কলকাতায় এসে রয়েছেন, তাঁদের গলায় আবার ভিন্ন সুর শোনা যাচ্ছে । তাঁরা চাইছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট থাকুক । পূর্বের থেকে আরও মজবুত হোক । এতে শুধুমাত্র বাংলাদেশিরা উপকৃত হবে এমনটা নয়, ব্যবসায়িক দিক থেকে লাভবান হবে ভারতীয়রা বলে মনে করেছেন তাঁরা ।
হিংসার বিপক্ষে বাংলাদেশিরা : যারা বাংলাদেশে হিংসা ছড়াচ্ছেন বা ভারত বিরোধী কথা বলছেন তারা ঠিক বলছেন না বলেই দাবি করছেন কলকাতায় আগত বাংলাদেশিরা । তাঁদের যুক্তি, শুধু বাংলাদেশ বা ভারত বলে নয়, এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এখন অন্য দেশের বিরুদ্ধে সোচ্চার হওয়া বা বিরোধী কথাবার্তা বলার প্রবণতা তৈরি হয়েছে । পাকিস্তানে গেলেও এক শ্রেণির মানুষ ভারত বিরোধিতার কথা বলবেন । প্যালেস্টাইনে গেলে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে । ভারতের আবার কেউ কেউ বাংলাদেশ বা পাকিস্তান বিরোধী কথা বলেন । কিন্তু, পড়শির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাই গুরুত্বপূর্ণ । মানবতাই বড় ধর্ম।
এদিকে এই বাংলাদেশিদের ভারতের আশা যাওয়া নিয়ে এপার বঙ্গের বহু মানুষ পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন । বাংলাদেশি পর্যটকদের আপ্যায়নে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসায়ীদের একাংশ । উত্তরবঙ্গের শিলিগুড়ি-সহ কলকাতার নিউ মার্কেট সংলগ্ন মারকুইজ স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদোয়ায় রোড এলাকার বহু ব্যবসায়ীরা এখন উদ্বিগ্ন । এমনকি কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ওই অংশ ‘মিনি বাংলাদেশ’ নামেই পরিচিত । কারণ, বাংলাদেশ থেকে নানা কাজে এবঙ্গে আসা মানুষ এই এলাকায় থাকেন । সারা বছরই বাংলাদেশিদের আনাগোনা থাকে । কিন্তু, বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর জেরে ভারতে আসার জন্য ভিসা বন্ধ রাখা হয়েছে । শুধু তাই নয়, পূর্বে পাওয়া ভিসার ভিত্তিতে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, তারা এখন দ্রুত ফেরার চেষ্টা করছেন । বা অশান্তির জেরে অনেকেই আসতে চাইছেন না ।

