প্রচন্ড কুয়াশা এবং কনকনে ঠান্ডার মধ্যে মানুষের একমাত্র সম্বল আগুন পোহানো
শিলিগুড়ি : কয়েকদিন ধরে প্রচন্ড ঠান্ডা শিলিগুড়িতে। নিতান্তই কাজ না থাকলে বাইরে বের হতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ। দোকানপাট বাজার হাট এবং অফিস কাচারি সবকিছুই কেমন যেন থেমে আছে। এই ঠান্ডায় দিনে রাতে মানুষের একমাত্র সম্বল আগুন তাপানো। দিনে এবং রাতে শিলিগুড়ির সব জায়গায় সব মানুষের কাছে আগুন তাপানো প্রচন্ড আরামদায়ক হয়ে দাঁড়িয়েছে। এমনকি এত ঠান্ডাও সহ্য করতে পারছেন না ছোট থেকে বড় অনেকেই। নিরুপায় হয়ে রাস্তার ধারে আগুন তাপাচ্ছেন সব ধরনের মানুষ। কনকনে ঠান্ডার মধ্যে, বাইরে যেতে যেতে বা কাজে যেতে যেতে রাস্তার মধ্যে কেউ আগুন তাপাচ্ছেন দেখলেই থেমে পড়ছেন মানুষ। এবং চলে আসছেন আগুন তাপাতে। কিছু না কিছু জোগাড় করে আগুন তাপাচ্ছেন সকলে, আরাম পেতে হবে তো।’


