এক নতুন দিগন্তের সূচনা করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য দেশীয়ভাবে তৈরি দূষণ নিয়ন্ত্রণ জাহাজ “সমুদ্র প্রতাপ” সমুদ্রে অবতরণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গোয়ায় এটিকে পরিষেবায় যুক্ত করেছেন। ১১৪ মিটার দীর্ঘ এই জাহাজটি মূলত তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ এবং সামুদ্রিক নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। জানাগেছে প্রথমবারের মতো, জাহাজটিতে দুজন মহিলা অফিসার দায়িত্ব পালন করবেন। ভারতীয় উপকূল বাহিনীর কাছে এটা একটা অসাধারণ দৃষ্টান্ত। এটা আগামী দিনে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে অনেক শক্তিশালী করে তুলবে বলে মনে করছেন সকলে। এমনকি বহুদিন ধরে ভারতীয় সেনা লড়াই করে চলেছে, এটা হয়ে গেলে আমাদের কাছে একটা নতুন অধ্যায় তৈরি হবে বলেও জানালেন রাজনাথ সিং। তিনি আরো জানান আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। ভারত এখন বিশ্বের দরবারে নিজেদেরকে অনেক শক্তিশালী করে তুলেছে। যেটা ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবের। আমরা আগামী দিনে আরো এগিয়ে যাব বলেও জানান প্রতিরক্ষা মন্ত্রী।


