শীতের বাজার আসলেও শহর শিলিগুড়িতে খুব একটা বেশি বাড়েনি আলু এবং পেঁয়াজের দাম
শিলিগুড়ি : শীতের বাজার আসলেও শহর শিলিগুড়িতে খুব একটা বেশি বাড়েনি আলু এবং পেঁয়াজের দাম । শিলিগুড়িতে মূলত বরাবরই সবজির দাম বেশি থাকে , সেই তুলনায় একেবারেই বাড়েনি আলু এবং পেঁয়াজের দাম এমনটাই জানালেন সবজি বিক্রেতারা। এদিকে বিক্রেতারা আরোও জানান মাঝে অনেক কথা উঠেছিল কিন্তু সেভাবে বাড়লো না সবজির দাম। আমরাও খুশি পেঁয়াজের দাম না বাড়ার কারনে। তবে ফেব্রুয়ারি না যাওয়া পর্যন্ত একেবারে বিশ্বাস নেই। দাম বাড়তে কমতে পারে।


