উন্নত তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবা দিতে ই-কেএমসি 2.0 মডিউল পরিবেশ ও হেরিটেজ বিভাগের,অতিসহজে মিলবে কেএমসি-র হেরিটেজ সম্পর্কিত তথ্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পরিবেশ কিংবা হেরিটেজ সম্পর্কিত কোনও তথ্য জানতে, কিংবা অভিযোগ জানাতে গেলে, নথি যাচাই করতে এতদিন প্রচুর কাঠখড় পোড়াতে হতো সাধারণ মানুষকে ৷ এই অফিস থেকে ওই অফিস ঘুরে বেড়ানো, আজ নয় কাল, কাল নয় অন্যদিন; এভাবে দীর্ঘসময় কেটে যেত ৷ এবার সেই সমস্ত হয়রানি থেকে মুক্তি পেতে চলেছেন নাগরিকরা ৷ কলকাতা কর্পোরেশনের পরিবেশ ও হেরিটেজ বিভাগে আরও উন্নত অনলাইন পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন ই-কেএমসি 2.0 নামের মডিউল চালু করছে ৷ মডিউলটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে নির্দেশিকা করা জারি হয়েছে ৷

সূত্রের খবর, কলকাতা পুরনিগম উন্নত শাসন ব্যবস্থা এবং গুণগত, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী পরিষেবা নিশ্চিত করতে রূপান্তরমূলক সংস্কারের উদ্যোগী হয়েছে ৷ তার জন্য তথ্য প্রযুক্তি বিভাগ ই-কেএমসি 2.0 প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করছে ৷ এই উদ্যোগের অধীনে, ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রধান মডিউল সফলভাবে চালু করা হয়েছে ৷

এর মধ্যে আছে কর্পোরেশনের অর্থ বিভাগ, সাধারণ চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ ও সমস্ত নথি সংক্রান্ত বিষয় ৷ সেগুলি হল- কর মূল্যায়ন ও সংগ্রহ, সামাজিক ক্ষেত্রে নানা প্রকল্প পরিষেবা, ইঞ্জিনিয়ারদের অ্যাপ নির্ভর ডিজিটাল কাজের ডায়েরি, মোবাইল অ্যাপ্লিকেশন, বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্প, পার্ক ও স্কোয়ার, ভ্যালুয়ার ও সার্ভেয়ার, উত্তরণ (বস্তি) পরিষেবা, জল সরবরাহ ও নিষ্কাশন, আইন, অ্যাসফাল্টাম এবং সম্পদ জমা, টেলিফোন বিল পরিশোধ, চিকিৎসা বিল পরিশোধ, ছুটি এবং উপস্থিতি।এই তালিকায় নাম লেখাতে চলেছে ই-কেএমসি 2.0 পরিষেবা ৷ ই-কেএমসি 2.0-র মাধ্যমে পরিবেশ ও হেরিটেজ মডিউল বিভাগ ঐতিহ্যবাহী স্থান এবং জলাশয়ের ডাটাবেস রক্ষণাবেক্ষণের মতো দায়িত্বগুলি দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে ৷ এই বিভাগের প্রাথমিক দায়িত্ব হল, কলকাতা পুরনিগমের আওতাধীন সমস্ত ঐতিহ্যবাহী ভবন, মূর্তি, কাঠামো, স্মৃতিস্তম্ভ, পার্ক ও স্কোয়ার এবং জলাশয়ের সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *