বারবার নোটিশ, নথির প্রমাণ দিতে অবশেষে দাদুর কবরের মাটি নিয়ে SIR শুনানিতে এলেন নাতি,অবাক করা ঘটনা মালদহে
বেস্ট কলকাতা নিউজ : বারবার ডেকে পাঠানো হচ্ছে SIR-এর শুনানিতে ৷ একের পর এক নথি চাওয়া হচ্ছে ৷ চাওয়া হচ্ছে জমির দলিলও ৷ বাবার নামে সমস্ত পুরোনো নথি থাকলেও দাদুর সেসব নথি নেই ৷ তাই সম্পর্কের প্রমাণে অবশেষে দাদুর কবরের মাটি নিয়েই শুনানি কেন্দ্রে হাজির হল এক ব্যক্তি ৷ তিনি দাবি করেছেন, ওই মাটির ডিএনএ পরীক্ষা করে দেখা হোক, তিনি ভারতীয় কিনা ৷ অবাক করা ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে ৷জানা গেছে বছর চল্লিশের ওই ব্যক্তির নাম সালেক ৷ বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ওয়ারি দৌলতপুর গ্রামে ৷ আরো জানা গেছে তাঁর পরিবারের প্রত্যেক সদস্যকেই শুনানিতে তলব করা হয়েছে ৷ তাঁদের হাতে থাকা সমস্ত নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হলেও কমিশনের সন্দেহ দূর হয়নি ৷ তাই জমির দলিল তলব করা হয়েছে ৷ তাতেই ক্ষোভে এবার দাদুর কবরের মাটি নিয়ে সটান শুনানি কেন্দ্রে হাজির হয় সালেক ৷

সালেকের বক্তব্য, “নির্বাচন কমিশন বারবার আমাদের হয়রানি করছে ৷ আমাদের কাছে যত কাগজপত্র ছিল সব দেখিয়েছি ৷ তারপরেও আমাদের দ্বিতীয়বার শুনানিতে ডাকা হয়েছে ৷ ওরা ডাকছে, কিন্তু কিছু দেখছে না, বলছেও না ৷ ভোটার তালিকায় আমার নাম থাকবে কি থাকবে না সেটা কী করে বুঝব ? তাই এবার দাদুর কবরের মাটি নিয়ে এখানে এসেছি ৷ এই মাটির ডিএনএ পরীক্ষা করে দেখা হোক ৷ তাতে নির্বাচন কমিশন বুঝতে পারবে আমার দাদু বাংলাদেশি নাকি ভারতীয় ৷ এখানে প্রতিদিন শুনানির জন্য বিশাল লাইন পড়ছে ৷ অন্তঃসত্ত্বা মা-বোনেরাও দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন ৷ সবাই হয়রান হচ্ছে ৷ আমার বাবার সঙ্গে নাকি দাদুর নাম মিলছে না ৷ তাই আমার সঙ্গেও তাঁদের নাম মিস ম্যাচ হচ্ছে ৷ এতদিন সব ম্যাচ হয়েছে, এখন হচ্ছে না ?”

