শিলিগুড়ি পুরনিগমের ১৫নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “সুচেতনা”-র শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের ১৫নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব “সুচেতনা”-র শুভ সূচনা করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলরেরাও। এদিন মেয়র জানান ওয়ার্ড উৎসব সুচেতনা শুরু হয়ে গেল আজকের থেকে। ওয়ার্ডের মানুষ সব সময় আগ্রহী হয়ে থাকেন এই সুচেতনা ওয়ার্ড উৎসবের জন্য। আমি প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাই, এবং সবাইকে এইটুকু জানাই আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আগামী দিন আমাদের কাছে আপনাদের জন্য মঙ্গলময় হয়ে উঠুক। আগামী চার দিন ধরে ওয়ার্ড উৎসব চলবে। যেখানে অংশগ্রহণ করবেন ছোট বড় সকল কর্মী এবং ওয়ার্ডের মানুষ। থাকবে নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার। আপনারা সবাই আসুন, এবং এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করুন। এদিন মেয়র গৌতম দেব আরোও জানান আমি এর আগেও এখানে এসেছি, এই ওয়ার্ড উৎসবে অংশ নিতে এবং অন্যকে আগ্রহী করে তুলতে। আমি মনে যেটা করি কিছু পরিমাণে সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *