জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান উত্তরবঙ্গের মানুষকে আর উত্তরবঙ্গের বাইরে যেতে হবে না। কাজের জন্য বহু মানুষ কলকাতা যেতেন, যেটা কারো পক্ষে আর সম্ভব না। আমাদের পক্ষে সুবিধা হল এবার থেকে উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গতেই কাজ করতে পারবেন। আর কোন সমস্যা তৈরি হবে না। সার্কিট বেঞ্চ অন্যতম গুরুত্বপূর্ণ, তাই আমরা চেষ্টা করব কাজ যেন এখানেই হয়। উদ্বোধন করে এদিন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


