ডিজিটাল যুগে কয়েক সেকেন্ডের একটি ভিডিওই বদলে দিতে পারে যে কারও জীবন,ঠিক এমনটাই
ঘটেছে অরেঞ্জ গার্ল’ ত্রিপ্তির জীবনে
নিজস্ব সংবাদদাতা : বর্তমানে ডিজিটাল যুগে কয়েক সেকেন্ডের একটি ভিডিওই বদলে দিতে পারে যে কারও জীবন—অরেঞ্জ গার্ল’ ত্রিপ্তির ক্ষেত্রেও তাই হয়েছে। পরিবারের পাশে দাঁড়াতে পড়াশোনার পাশাপাশি কমলা বিক্রি করায় অনেকেই তাঁর প্রশংসা করেছেন। তবে সেই সঙ্গে এসেছে কিছু অসংবেদনশীল মন্তব্য ও অযাচিত সমালোচনাও। ত্রিপ্তি করুণা চান না; তিনি চান সম্মান, শিক্ষা এবং মর্যাদার সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ। ভাইরালতার আলো-আঁধারির মাঝেও তাঁর স্বপ্ন একটাই—নিজের পরিশ্রমে নিজের ভবিষ্যৎগড়ে তোলা।


