ক্রিকেট খেললেন মেয়র গৌতম দেব , শীতের দিনে ক্রিকেট মানেই একটা আলাদা আনন্দ এমনটাই জানালেন তিনি
শিলিগুড়ি : শিলিগুড়িতে কয়কটি ক্লাবের সহযোগিতায় শুরু হলো একদিনের নাইট ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা। মেয়র গৌতম দেব এদিন ব্যাটিং করে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। এখনো ভালোই ব্যাট করি আমি এদিন এমনটাই জানালেন মেয়র। তিনি এদিন জানান শিলিগুড়িতে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর ক্রিকেট প্রতিযোগিতা হয়। আজকাল ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যেও ক্রমশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। তাই আমারও আর ধৈর্য থাকলো না। ব্যাটিং করতে নেমে পড়লাম। সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো । দর্শকদের আমন্ত্রণ জানাই আপনারা সবাই ক্রিকেট দেখতে আসুন। ক্রিকেট খেলা আমাদের কাছে মন্দিরের মতো। আমি ব্যাটিং করতে পারি , সবাই এখন ক্রিকেট দেখতে পারে। এদিন মেয়র ব্যাটিং করলেন এবং নিজে খেলাও দেখলেন অনেকক্ষণ। জানালেন প্রতিযোগিতা বাড়লে দর্শকদের মধ্যে আগ্রহ বাড়ে।


