SSKM-এ মহিলাকে হস্টেলের ঘরে রাখার অভিযোগ উঠলো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে
বেস্ট কলকাতা নিউজ : এবার এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এক মহিলাকে রাখার অভিযোগ উঠল SSKM হাসপাতাল তথা ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর নিউ বয়েজ় হস্টেলের একটি ঘরে। এই ঘটনায় AIDSO (অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অরগানাইজ়েশন)-র IPGME&R-এর একটি ইউনিট অভিযোগও দায়ের করেছে এমনকি IPGME&R কর্তৃপক্ষের কাছেও। এই ছাত্র সংগঠনের আরও অভিযোগ, এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হল একমাত্র কর্তৃপক্ষের গাফিলতির কারণেই। এমনকি এই ছাত্র সংগঠন নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে এই ঘটনায়।
এই ছাত্র সংগঠন আরও জানিয়েছে, এই হস্টেলের আবাসিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাঁদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব একমাত্র কর্তৃপক্ষের ওপরই বর্তায়। অথচ, এখানকার হস্টেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবাঞ্ছিত, অনৈতিক কাজকর্ম চলতে দেখা যায় কর্তৃপক্ষের নজরদারির অভাবেই। হুমকিরও সম্মুখীন হতে হয় এমনকি প্রতিবাদ জানাতে গেলেও। তবে এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও ২০১৪ সালে ড্রাগ আসক্তির কথা সামনে এসেছিল এখানকার এক জুনিয়র ডাক্তারের মৃত্যুতেও।