আজ শুক্রবার হতে চলেছে কোভিড ভ্যাকসিন অনুমোদন নিয়ে কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈঠক
বেস্ট কলকাতা নিউজ : সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, ভারত বায়োটেক এবং ফাইজার আবেদন জানিয়েছে ভারতে কোভিড ১৯ ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার জন্য । সরকারি এক প্যানেলের বিশেষজ্ঞরা আজ শুক্রবারই বৈঠকে বসবেন এ বিষয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেরাম ইনস্টিটিউটও ইতিমধ্যেই তৈরি করেছে ‘কোভিশিল্ড’ নামে এক ভ্যাকসিন। যৌথ ভাবে সেই ভ্যাকসিন আবিষ্কার করেছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা। এদিকে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের সঙ্গে ভারত বায়োটেক যৌথভাবে তৈরি করেছে ‘কোভ্যাকসিন’।আবার তাদের ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আরও সময় চেয়েছে ফাইজার।
বিশেষজ্ঞদের প্যানেল কোনও ভ্যাকসিন অনুমোদন করলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে তা পাঠানো হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও। সরকার চায়, ভ্যাকসিন দেওয়া শুরু হোক জানুয়ারি মাস থেকেই। আগামী শনিবার থেকে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান শুরু হচ্ছে দেশের সব রাজ্যে। ইতিমধ্যেই জানা গিয়েছে, শিগগির টিকাকরণ শুরু হতে চলেছে এ দেশে । বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এসম্পর্কে একটি বৈঠক করেন প্রতিটি রাজ্যের সঙ্গে। দেশে এই নিয়ে দ্বিতীয়বার কোভিড ভ্যাকসিনের ড্রাই রান হতে চলেছে।