রাজ্য সরকার বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকতে আগ্রহী কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার কথা বলেছেন কেন্দ্রের কৃষক বিরোধী জন বিরোধী কৃষি আইন বাতিলের প্রস্তাব আনতে। আর তাতেই বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মনে করছেন বিরোধীদের নৈতিক জয় হয়েছে বলেই।
মূলত রাজ্য সরকার দু’দিনের বিশেষ অধিবেশন বসাতে চায় বিধানসভায়। এমনকি বিরোধীরা দীর্ঘদিন ধরেই সরব হয়েছিল কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের প্রস্তাব আনার জন্যও। এছাড়াও কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকেও। আর তাই এবার মুখ্যমন্ত্রী সেই প্রেক্ষিতে জানিয়েছেন, অতি দ্রুত অধ্যক্ষের কাছে আবেদন জানাবেন বিধানসভায় দু’দিনের অধিবেশন ডাকার জন্য। অধ্যক্ষ রাজ্যপালের কাছ থেকে সমন চাইবেন সাংবিধানিক পদ্ধতি মেনেই। তারপরই দুদিনের জন্য অধিবেশন বসানো হবে দিনক্ষণ ঠিক করে। এই অধিবেশনে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইন বাতিল করার সমবেত প্রস্তাব গ্রহণ করে তা পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে। অর্থাৎ সেই প্রস্তাবে সম্মতি চাওয়া হবে রাজ্যপালেরও।