নেতাজিকে ‘ভারতরত্ন’ দেওয়ার সুপারিশ জানাল উজ্জয়নির সাংসদ
বেস্ট কলকাতা নিউজ : নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে ‘ভারতরত্ন’ খেতাব দেওয়া হোক৷ মধ্যপ্রদেশের উজ্জয়নির সাংসদ অনিল ফিরোজিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই চিঠি লিখেছেন৷ তিনি এই চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে৷ প্রসঙ্গত, তৃণমূল সাংসদ চন্দ্র শেখর রায় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন নেতাজির ‘ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি’র ইতিহাস সংক্রান্ত ফাইল প্রকাশ করার আবেদন জানিয়ে৷ যে ফাইল তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগ৷
আগেই ভারত সরকারের পক্ষ থেকে ২৩ জানুয়ারি দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে নেতাজির ১২৫ তম জন্মদিন উপলক্ষে৷ প্রতি বছর এই দিনটি পালিত হবে পরাক্রম দিবস হিসেবেই৷ ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটির শুভ সূচনা করবেন কলকাতায় ভিক্টোরিয়া হাউসে৷ আর তার আগে বিজেপির মধ্যপ্রদেশের সাংসদের নেতাজিকে ভারতরত্ন খেতাব দেওয়ার আর্জি বেশ অর্থবহ বলেই রাজনৈতিক মহল মনে করছে৷