টেট পরীক্ষার্থীদের একাংশ ফের মামলা করতে চাইছে আদালতে , খারিজ করলো বিচারক
বেস্ট কলকাতা নিউজ : টেট পরীক্ষা হতে চলেছে আগামী ৩১ জানুয়ারি রবিবার। তার আগে আরও বেশকিছু সংখক পরীক্ষার্থী আদালতের দ্বারস্থ হল টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়ে। তাঁরা আরও চাইছে, বৃহস্পতিবার হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তা প্রযোজ্য হোক তাঁদের ক্ষেত্রেও।শুধু নির্দেশ প্রযোজ্য না, মৌখিক ভাবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে আবেদনকারীরা। যদিও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আর কোনও মামলা গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত , গত ২৩ শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানায় আগামী ৩১ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০১৭ সালের প্রাথমিক টেট। ওইদিন প্রাথমিক টেট শুরু হবে বেলা ১টা থেকে। তবে ইতিমধ্যেই কিছু পরীক্ষার্থী আদালতে মামলা করে জানিয়েছেন যে ২০১৭ সালের পর তারা উপযুক্ত প্রশিক্ষণ নিয়েছেন অতএব তাদেরও পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক। কারণ তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে এর ওপর।