গড়ে উঠছে নতুন পর্যটনকেন্দ্র! প্রশাসন উদ্যোগী হল আমতার শটকার্ট চ্যানেলের দু’ই পাড়ের সৌন্দার্যায়নে
বেস্ট কলকাতা নিউজ : শীতে হাজারো মানুষ পিকনিকে আসেন এখানে। বছরের অন্যান্য সময়েও এমনকি মুক্ত প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে বহু মানুষ ভিড় জমান গ্রামীণ হাওড়ার আমতার শটকার্ট চ্যানেলের দু’ই পাড়ে। এবার আমতা-২ পঞ্চায়েত সমিতি বিশেষভাবে উদ্যোগী হল এই শটকার্ট চ্যানেলের দু’ই পাড়ের সৌন্দার্যায়নে জন্য।
জানা গিয়েছে, ইতিমধ্যেই শুরু হয়েছে আমতার থলিয়া থেকে বাক্সীর মুন্ডেশ্বরী নদী অব্ধি প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলের দু’ই পাড়কে কংক্রিট বোল্ডার দিয়ে বাঁধানোর কাজ। চ্যানেলের দু’ই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বন দপ্তরের উদ্যোগে।কাজ চলছে চ্যানেলের দু’ধার বরাবর সেহাগড়ী থেকে সাবগাছতলা পর্যন্ত পিচ রাস্তা তৈরির। পাশাপাশি, আমতা-২ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গেছে পর্যটকদের সুবিধার্থে একাধিক শৌচালয়, পানীয় জলের কল, উচ্চ বাতিস্তম্ভ নির্মাণ করা হবে বলেও।