ধর্মঘট OLA-UBER এর, সাধারণের ভোগান্তির আশঙ্কা সপ্তাহের শুরুতেই
বেস্ট কলকাতা নিউজ : অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে জ্বালানির দাম, অথচ বাড়েনি কমিশন। তাই কমিশন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি নিয়ে অ্যাপ-ক্যাব চালকদের সংগঠন ধর্মঘটের ডাক দিল আজ সোমবার থেকেই। ওই সংগঠনের আরও দাবি, রোজগার ক্রমশ কমেছে দিনের পর দিন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কারণে। এদিকে গরম পড়েছে এসি চালাতে হচ্ছে, ফলে আরো সমস্যা বেড়েছে। অন্যদিকে অন্দোলনে নামছে কলকাতা অ্যাপ ক্যাব অপারেটার্স ইউনিয়ন গুলিও। আজ সোমবার ধর্মঘট ডেকেছেন তারাও। অপরদিকে এই আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি ইউনিয়নগুলো। ফলে আজ সোমবার ব্যস্ত সময়ে রাস্তায় গাড়ির সংখ্যা কম থাকার ফলে নাকাল হওয়ার একটা আশংকা থাকছে নিত্য যাত্রীদের।
কলকাতা ওলা-উবর অ্যাপ ক্যাব অপারেটার অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নগুলো আরও জানিয়েছে , চালু করতে হবে এসি এবং নন-এসি-এই দুরকমর পরিষেবা । এসি চালালে তার জন্য আলাদা এক রকম ভাড়া লাগবে। আর এসি না-চালালে তার জন্য অন্য আর এক রকম ভাড়া লাগবে। চালু করতে হবে এই দুই ধরনের অপশন। এছাড়াও তারা আরও দাবি করেছেন যে, কমাতে হবে এমনকি তেলের দামও। কমাতে হবে কোম্পানির কমিশনও। সেইসঙ্গে বাড়াতে হবে চালকদের উৎসাহ ভাতা বা ইনসেনটিভ। নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে যাত্রী তোলার ক্ষেত্রে। যাত্রী তুলতে হবে ২ কিলোমিটারের মধ্যে। বিনা কারণে আইডি বন্ধ করা যাবে না কোনো চালকের। ফের খুলে দিতে হবে বন্ধ আইডি।