অভিযোগ,উঠল চরবৃত্তির, মায়ানমারের উপগ্রহ জাপানের হাতে আটক মহাকাশে
বেস্ট কলকাতা নিউজ : লাগানো হচ্ছে গুপ্তচর বৃত্তির কাজে । এই অভিযোগে জাপান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রেখেছে মায়ানমারের প্রথম স্যাটেলাইটকে। এদিকে জাপান নতুন আশঙ্কা করছে মায়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে। জাপানের ধারণা সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর অস্তিত্ব বজায় রাখতে সেদেশের জুন্টা সরকার এই স্যাটেলাইটকে ব্যবহার করতে পারে।
মায়ানমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ও জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় যৌথভাবে এটি তৈরি করেছে মায়ানমার সরকারের দেওয়া অর্থে। স্যাটেলাইটটি তৈরি করতে খরচ হয়েছে এমনকি এক কোটি পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার।এবার সূত্রের খবর জাপানের আশঙ্কা মায়ানমার সরকার স্যাটেলাইটের পাঠানো তথ্য সামরিক কাজে ক্ষমতায় টিঁকে থাকতে ব্যবহার করতে পারে। ফলে আপাতত এই স্যাটেলাইটিকে আটকে রাখা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এবার থেকে আপাতত জাপানের মহাকাশ গবেষণা সংস্থা এবং জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় এই স্যাটেলাইটটির বিষয়ে পরবর্তী যাবতীয় সিদ্ধান্ত নেবে। এমনই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তা।