মলের ভিতরে হাসপাতাল মুম্বইয়ে ! ৯ জন মৃত কোভিড সেন্টারের আগুনে
বেস্ট কলকাতা নিউজ : ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল মুম্বইয়ের ভান্ডুপ পশ্চিমের ড্রিমস মলে , কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাসপাতাল রয়েছে ওই মলের ভিতরেই । এমনকি ৯ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে, এছাড়াও অন্য হ্যাসপাতালে নিয়ে যাওয়া হয় মধ্যরাতের পর ৭০-এর বেশি রোগীকে উদ্ধার করে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর অবাক ও বিস্মিত হয়েছেন মলের ভিতরে হাসপাতাল দেখে । তিনি বলেছেন, “আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মলের ভিতরে হাসপাতাল দেখলাম এই প্রথম, ব্যবস্থা নেওয়া হবে এর বিরুদ্ধে।অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে করোনা-আক্রান্ত-সহ ৭০ জনের বেশি রোগীকে ।”
ভান্ডুপের ড্রিমস মলে ভয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার রাত ১১.৪৯ মিনিট নাগাদ। ধোঁয়া ছড়িয়ে পড়ে মলের তৃতীয়-তলায় অবস্থিত সানরাইজ হাসপাতালে, সানরাইজ হাসপাতালে কোভিড সংক্রমিত রোগীদেরই চিকিত্সা করা হত। মুম্বইয়ের ডিসিপি প্রশান্ত কদম জানিয়েছেন, “হাসপাতালের কোভিড কেয়ারে চিকিত্সাধীন ৭৬ জন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মলের প্রথম-তলায় লেভেল-৩ এবং লেভেল-৪ আগুন লাগে বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিট নাগাদ। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে দমকলের প্রায় ২৩টি ইঞ্জিনের চেষ্টায়।” পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মুম্বইয়ের মেয়র। তিনি জানিয়েছেন, ৭ জন রোগী ভেন্টিলেটরে রয়েছেন এবং অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৭০ জন রোগীকে।